ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন বছরে প্রধান দুইটি আপডেট নিয়ে উইন্ডোজ ১০

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
নতুন বছরে প্রধান দুইটি আপডেট নিয়ে উইন্ডোজ ১০

আগামী বছর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে গুরুত্বপূর্ণ দুইটি হালনাগাদ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে মাইক্রোসফট। হালনাগাদ দুইটির কোডনাম রেডস্টোন ২ এবং রেডস্টোন ৩।

বিশেষ এই সুবিধাগুলো নতুন বছরের শুরুর দিকে এবং পুরো গ্রীষ্ম জুড়ে ছাড়া হবে ব্যবহারকারীদের জন্য।

এমন খবরে আলোচকরা বলছে উইন্ডোজ ১০ অ্যানিভারসেরি আপডেট প্রকাশের ঘোষণা দিতে না দিতেই টেক জায়ান্ট বিশেষ দুটি আপডেট যুক্ত করার প্রস্ত্ততি নিচ্ছে।

এছাড়া সাম্প্রতিক এক প্রতিবেদনে টেক জায়ান্টের ব্লগের উদ্বৃতি দিয়ে বলা হয়, উইন্ডোজ ১০ এর `ভার্সন ১৬০৭’ হচ্ছে আমাদের থার্ড উইন্ডোজ ১০ ফিচার আপডেট।

যেটা বিভিন্ন প্রতিষ্ঠানের উইন্ডোজ ১০ ব্যবহারের অভিজ্ঞতার মতামতের ভিত্তিতে তৈরি। ২০১৬ সালের জন্য এটা আমাদের সবশেষ উন্নয়ন। সেইসাথে বাড়তি দুটি ফিচার আপডেট সামনে বছর ব্যবহারকারীদের নাগালে পৌছে দেওয়ার আশা করছি।

এ বিষয়ে উইন্ডোজ সেন্ট্রাল জানায়, ২০১৭ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রথম আপডেটের কোড নাম ‘রেডস্টোন ২’ এবং দ্বিতীয় আপডেটটির নাম জেনেছি রেডস্টোন ৩।

এদিকে ভার্জ জানিয়েছে, সফটওয়্যার নির্মাতা ইতিমধ্যে তাদের বড় পরিসরের এই আপডেটের কা্জ শুরু করে দিয়েছে।

কিন্তু তথ্য প্রকাশকারী মাধ্যমগুলো এতে ব্যবহারকারীরা কি কি প্রত্যাশা করতে পারে তা কিছু জানাতে পারেনি।

তবে উইন্ডোজ ব্যবহারের অভিজ্ঞতা আরো চমকপ্রদ হবে এমনটাই আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।