ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইপডস ডটকম ফিরে পেল অ্যাপল

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ১, ২০১১
আইপডস ডটকম ফিরে পেল অ্যাপল

আইনি জটিলতা কাটিয়ে অ্যাপল ফিরে পেল আইপডস ডটকম ডমেইন। অনলাইন সঙ্গীত চর্চায় অ্যাপলকে এ ডমেইনকেন্দ্রিক অনুমতি দেওয়া হয়েছে।

ডব্লিউআইপিও সূত্র এ তথ্য জানিয়েছে।

আইনি বৈধতার প্রশ্নে আইপডস ডটকম সাইটে অ্যাপলের সব ধরনের মিউজিক এতদিন এমপিথ্রিগ্লোড ডটকম সাইটে পার্ক করে রাখা হয়েছিল।

কিন্তু দ্য ইন্টেলেকচুয়্যাল পোপার্টি অরগানাইজেশন (ডব্লিউআইপিও) এ মাসে অ্যাপলের কাছে এ ডমেইনের বৈধতা স্বত্ত্ব ফিরিয়ে দেয়।

এ মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন নির্মাতা অ্যাপল। তাই নির্দিষ্ট ডমেইন নেম পেতে বিখ্যাত সব প্রতিষ্ঠানই অধিক অর্থ ব্যয় করতে কারপণ্য করছে না। এ বছরের শুরুতেই আইকাইড ডমেইন পেতে অ্যাপল ৪৫ লাখ ডলার ব্যয় করে।

উল্লেখ্য, ২০০৭ সালের শুরুতে আইফোন ডটকম ডমেইন কিনতে অ্যাপল মাইকেল কোভ্যাচ নামে ব্যবসায়ির কাছ থেকে ন্যূনতম ১০ লাখ ডলার ব্যয়ে এ স্বত্ত্ব ক্রয় করে। ইউনিফরম ডমেইন নেম ডিসপিউট রেজ্যুলেশন পলিসি (ইউডিআরপি) সূত্র মতে, অ্যাপল তার ব্যবসায়িক সম্প্রসারণে ডমেইন নেমকে শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।

এখনও আইপ্যাড ডটকম, আইপ্যাডস ডটকম, আইফোনস ডটকম এবং ম্যাকস ডটকম ডমেইনটি নিজস্ব প্রতিষ্ঠানের আওতায় নেই। বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর এ ডমেইন লড়াই অন্য সব প্রতিষ্ঠানের জন্য উদাহরণযোগ্য হয়ে উঠেছে।

বাংলাদেশ সময় ২১২৯ ঘণ্টা, আগস্ট ১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।