ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘ডিজিটাল উইনারস এশিয়া’য় যাচ্ছেন অ্যালি ও সোমিয়ান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
‘ডিজিটাল উইনারস এশিয়া’য় যাচ্ছেন অ্যালি ও সোমিয়ান

ঢাকা: আগামী ১ ও ২ নভেম্বর প্রথমবারের মতো আঞ্চলিক স্টার্টআপ সম্মেলন ‘ডিজিটাল উইনারস এশিয়া’র উদ্বোধন করবে টেলিনর গ্রুপ। এতে বাংলাদেশ থেকে যাচ্ছেন বাজ অ্যালি ও সোমিয়ান।


 
আঞ্চলিকভাবে সম্ভাবনাময় নয়টি স্টার্টআপের সৃজনশীলতা, উদ্যম ও দক্ষতা দিয়ে বাজার সম্প্রসারণের লক্ষ্য অর্জনে সহায়তা করতে সম্মেলনটির আয়োজন করা হয়েছে।  
 
টেলিনর গ্রুপের ব্যবসায়িক কার্যক্রম রয়েছে এশিয়ার এমন পাঁচটি দেশ- বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া ও পাকিস্তানের সম্ভাবনাময় শীর্ষ স্টার্টআপগুলোকে একমঞ্চে নিয়ে এসেছে। সম্মেলনটি মায়ানমারের ইয়াঙ্গুন শহরে অনুষ্ঠিত হবে।  
 
নতুন বাজার সম্প্রসারণে সীমানার গণ্ডি পেরিয়ে যাওয়ার প্রতিপাদ্য নিয়ে ইয়াঙ্গুনে দু’দিনের সম্মেলনে এশিয়ার নয়টি স্টার্টআপ ও শীর্ষস্থানীয় বক্তারা একসঙ্গে হবেন। সঠিক দক্ষতা, জ্ঞান এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয়ের নিয়মিত অনুশীলনের মাধ্যমে ডিজিটাল ব্যবসার সুযোগ কাজে লাগিয়ে বাজার সম্প্রসারণে কাজ করবে এ সম্মেলন।
 
সম্মেলনে অংশগ্রহণকারী স্টার্টআপ এবং শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে আলোচকরা বিভিন্ন ধরনের আলোচনায় অংশ নেবেন। শেষ দিনে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো ব্যবসা শুরুর প্রাথমিক আর্থিক অনুদান হিসেবে ১ লাখ নরওয়েজিয়ান ক্রোনার জিতে নিতে নিজেদের ধারণা উপস্থাপন করবেন।  
 
এ অঞ্চলে বাজার সম্প্রসারণ ও ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে শীর্ষ প্রতিষ্ঠান গুগল, গোল্ডেন গেট ভেঞ্চারের প্রতিনিধি এবং টেলিনর গ্রুপের হেড অব প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন গুনার সেলায়েগ মূল বক্তব্য ও বাজার অন্তঃদৃষ্টিমূলক সেশনগুলোতে বক্তব্য রাখবেন।  
  
ডিজিটাল উইনারস এশিয়া সম্মেলনে অংশগ্রহণকারী নয়টি দল টেলিনরের সাম্প্রতিক ও আগের পাঁচটি স্টার্টআপ প্রতিযোগিতা এবং অ্যাকসেলেরেটর কার্যক্রমের মাধ্যমে বাছাই হয়েছে। ব্যবসায়িক সম্ভাবনা, বাজারে টিকে থাকা এবং টেলিনরের সঙ্গে এর প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে প্রতিটি প্রতিষ্ঠানকে বাছাই করা হয়েছে। প্রতিটি স্টার্টআপ থেকে দু’জন প্রতিনিধি ডিজিটাল উইনারস এশিয়াতে অংশগ্রহণ করবেন।  
স্টার্টআপগুলোর পরিচিতি
বাংলাদেশের বাজ অ্যালি ও সোমিয়ান, মালয়েশিয়ার ভেস, মায়ানমারের মিয়ানজেন, পাকিস্তানের ইকো এনার্জি, এড জাংশন, ফরি মাজদুরি, থাইল্যান্ডের স্কুটার ও টেক মি ট্যুর।  
  
ডিজিটাল উইনারস এশিয়া সম্মেলন এবং টেলিনর কিভাবে স্টার্টআপগুলো নিয়ে কাজ করেছে এ নিয়ে বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: planet.telenor.com
 
বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।