ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

গুগল ক্লাউডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি গ্রুপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
গুগল ক্লাউডে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সি গ্রুপ

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশ এক ঘোষণায় জানিয়েছে, গুগল ক্লাউডে গঠন করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি গ্রুপ। মূলত গুগল ক্লাউডের ব্যবসাকে আরও চাঙ্গা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি দুনিয়ার আলোচকরা।
 

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেশ এক ঘোষণায় জানিয়েছে, গুগল ক্লাউডে গঠন করা হবে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সি গ্রুপ। মূলত গুগল ক্লাউডের ব্যবসাকে আরও চাঙ্গা করতেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে মনে করছে প্রযুক্তি দুনিয়ার আলোচকরা।

গুগল ক্লাউড ব্যবসার প্রধান ডায়ান গ্রীন এ বিষয়ে ঘোষণায় বলেছেন, আমাদের অধীনে আর্টিফিসিয়াল ইন্টেলেজেন্সির যে গ্রুপ গঠন করা হচ্ছে তার কার্যক্রম গুগলের সান ফ্রান্সিসকো ভিত্তিক অফিস থেকে পরিচালিত হবে।

আর এই গ্রুপকে নেতৃত্ব দিবেন, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিয়া লি এবং প্রখ্যাত গবেষক ফেই-ফেই লি।

গ্রীন আরও বলেন, আমরা সত্যিই আনন্দিত যে বরেণ্য এই ব্যক্তি কৃত্রিম বুদ্ধিমত্রা নিয়ে কাজ করার জন্য গুগল ক্লাউডকে বেছে নিয়েছেন এবং এই বিভাগে অবদান রাখতে আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন।

বাংলাদেশ সময়:১৭৩০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৬
এমএডি/এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।