শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়ায় হয়ে যাওয়া ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠ হওয়ায় সন্তোষ প্রকাশ করে কারিগরি শিক্ষাবোর্ড চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান বলেন, উত্তরাঞ্চলের শিক্ষিত ও বেকার যুবকদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা দিয়ে জিটিআই দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্লোবাল টাচ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মো. তানভির আলম, ইন্সট্রাক্টর মো. আব্দুল ওয়াহেদসহ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমবিএইচ/এমজেএফ