রোববার (১৯ মার্চ) দুপুরে ঝিনাইদহ ডা. কে আহমেদ কমিউনিটি সেন্টারে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
পলক বলেন, বর্তমানে সারা দেশে ৫ হাজার ২৭২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে ৬০ লাখ মানুষ প্রতি মাসে ডিজিটাল সেবা পাচ্ছে।
তিনি আরও বলেন, অনলাইনের মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই পৌরকরসহ পৌরসভার সব বিল দিতে পারবে। এ তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে কেউ যেন দেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হতে না পারে সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।
পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মিজানুর রহমান ও সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাকিলা রহমান প্রমুখ।
পরে আলোচনা সভা শেষে পৌরসভার উদ্ভাবনী প্রকল্প অনলাইন বিলিং অ্যান্ড পেমেন্ট সিস্টেম ও মানব বর্জ্য শোধনাগারের উদ্বোধন করেন পলক।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৭
আরবি/এসএইচ