ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশে চলছে শাওমির ‘মি ফ্যান ফেস্টিভ্যাল’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৭
দেশে চলছে শাওমির ‘মি ফ্যান ফেস্টিভ্যাল’ শাওমির ‘মি ফ্যান ফেস্টিভ্যাল’

চীনের মুঠোফোন নির্মাতা শাওমি’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে শাওমি’র ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেক্ট্রো বাংলাদেশ লিঃ ‘মি ফ্যান ফেস্টিভ্যাল’র আয়োজন করেছে।
 

৩ এপ্রিল থেকে ১২  এপ্রিল পর্যন্ত চলা ‘মি ফ্যান ফেস্টিভ্যাল’এ চমক হিসেবে রয়েছে ১ টাকায় স্মার্টফোন জেতা।

৬ এপ্রিল শাওমি বাংলাদেশের ওয়েবপেজে (http://event. xiaomibangladesh.com.bd/mff201 7/) গিয়ে ফর্ম পূরণের মাধ্যমে ফ্ল্যাশ সেলের আওতায় ১ টাকার বিনিময়ে Redmi 4A পেয়ে যেতে পারেন ভাগ্যবানরা।

১ টাকার বিনিময়ে এছাড়াও থাকছে হেলথ ব্যান্ড, ইউএসবি এলইডি লাইট, ইউএসবি ফ্যান, পাওয়ার ব্যাংক, হেডফোন।

ফ্ল্যাশ সেলের পাশাপাশি রয়েছে ফেস্টিভ বান্ডেল অফার। বান্ডেল অফারে নিয়মিত মূল্যের চেয়ে কম মূল্য পাওয়া যাবে শাওমি ব্যান্ডের পণ্য।
এছাড়া অনলাইনে  #TAPMI নামের একটি গেমিং কম্পিটিশন উন্মুক্ত করা হয়েছে। এতে অংশ নিয়ে জিতে নেওয়া যাবে আকর্ষণীও সব উপহার।

ইতিমধ্যে এতে বাংলাদেশর একজন প্রথম বিজয়ী হিসেবে জিতে নিয়েছেন Redmi 4A স্মার্টফোন ।

মি বাংলাদেশের ফেসবুক পেইজ (https://www.facebook.com/ XiaomiBangladeshOfficial/) ও ওয়েবপেইজে পাওয়া যাবে এই গেইম বিষয়ক বিস্তারিত।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।