ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন: জেলেনস্কি

ভ্লাদিমির পুতিন রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেন, ‘জঙ্গিবাদের জন্য আপনাকে কেউ ক্ষমা করবে না।

বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন কখনও করবে না। ’

এসময় মিত্র দেশগুলোর কাছ থেকে আরও সহায়তা চেয়েছেন জেলেনস্কি।

রুশ সামরিক বাহিনীর জন্য পুতিনের দেওয়া নতুন বছরের শুভেচ্ছা ভাষণের পর জেলেনস্কি এসব কথা বলেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হামলা অমানবিক।

রাশিয়ার জনগণের উদ্দেশে জেলেনস্কি বলেন, আপনারা মনে করছেন আপনাদের নেতা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। না, তিনি তার সামরিক বাহিনীর পেছনে রয়েছেন। তিনি আপনার পেছনে লুকিয়ে আছেন, আপনার দেশ ও আপনার ভবিষ্যৎ পুড়িয়ে দিচ্ছেন।

পুতিনের উদ্দেশে তিনি বলেন, সন্ত্রাসের জন্য কেউ আপনাকে ক্ষমা করবে না। এজন্য বিশ্বের কেউ আপনাকে ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।

নতুন বছর শুরুর কিছু সময় আগেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন শহরে অন্তত ২০টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে মস্কো। এর জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন কখনও রাশিয়াকে ক্ষমা করবে না। ’

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবারের হামলায় কিয়েভে একজন বেসামরিক নিহত হয়েছেন। গত তিন দিনের মধ্যে এটি রাশিয়ার দ্বিতীয় বড় হামলা।

এদিকে, রাশিয়ার নতুন হামলায় কিয়েভে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো। তিনি বলেন, ‘সর্বশেষ হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সাংবাদিক রয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ’

কিয়েভ শহর কর্তৃপক্ষ বলছে, দক্ষিণ কিয়েভের একটি আবাসিক হোটেলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। একইসঙ্গে একটি প্রশাসনিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।