ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে আজারবাইজানের দূতাবাসে সশস্ত্র হামলায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ইরানে আজারবাইজানের দূতাবাসে সশস্ত্র হামলায় নিহত ১

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) এ হামলায় হতাহত হয়েছেন মোট তিনজন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সকালে হামলার ঘটনায় দূতাবাসের এক প্রহরী নিহত হয়েছেন। হামলাকারী নিরাপত্তা চৌকি পার হয়ে এসে কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল ব্যবহার করে আজারবাইজান দূতাবাসের নিরাপত্তা প্রধানকে হত্যা করেছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছে। তদন্ত চলছে।

হামলার ঘটনার পর বেশ কয়েকটি ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ছবিতে দূতাবাস ভবনের ভেতরকার একটি দরজার কাঁচ ভাঙা দেখা গেছে। বেশ কিছু ক্ষতিও হয়েছে।

হামলার ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে তেহরানের পুলিশ। হামলার পেছনে উদ্দেশ্য কি সেটি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো ঘটনায় পুলিশ তদন্ত কাজ জারি রেখেছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম তেহরানের পুলিশের প্রধানের বরাত দিয়ে বলেছেন, সন্দেহভাজন ব্যক্তি দুটি ছোট বাচ্চাসহ আজারবাইজানের দূতাবাসে প্রবেশ করে। তারা সম্ভবত ‘ব্যক্তিগত সমস্যা’র কারণে ঘটনাটি ঘটায়।

আজারবাইজানের বন্ধুপ্রতীম রাষ্ট্র তুরস্ক এ ঘটনার নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু নিজের টুইটারে ‘বিশ্বাসঘাতক হামলার’ নিন্দা করেছেন। তিনি আরও বলেছেন, আজারবাইজান কখনই একা নয়। নিহতের স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন কাভুসোগলু। আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

লাখেরও বেশি আজারবাইজানী ইরানে বসবাস করেন। এদিকে, দুই দেশের দুই রাজধানীর সম্পর্ক ঐতিহ্যগতভাবে তিক্ত। অপরদিকে তুর্কি ভাষী আজারবাইজানীরা ইরানের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বী তুরস্কের ঘনিষ্ঠ মিত্র। তাই বাকু থেকে বিচ্ছিন্নতাবাদীরা প্রতিনিয়ত ইরানে জাতিগত আজারবাইজানীদের উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে তেহরান।

ইসরায়েলের সঙ্গে আজারবাইজানের সামরিক সহযোগিতা নিয়েও সন্দেহ করছে ইরান। বাকুর একটি প্রধান অস্ত্র সরবরাহকারী সম্প্রতি দাবি করেছে, তেল আবিব সম্ভবত ইরানের বিরুদ্ধে সেতুবন্ধন হিসাবে আজারবাইজানের অঞ্চল ব্যবহার করতে পারে।

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।