ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আগুন ধরে গেল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে, জরুরি অবতরণ

মাঝ আকাশে আগুন লেগেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। বিপদ এড়াতে ফ্লাইটটি আবু ধাবিতে ইমার্জেন্সি ল্যান্ড করানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল। ফ্লাইটটি ওড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরেই অবতরণ করানো হয়। ফ্লাইটে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি উড়ানো শুরু করতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। পরে মাঝ আকাশ থেকেই ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়।

সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্লাইটটি যখন এক হাজার ফুট উচ্চতায়, ওই সময়ে বিমানের একটি ইঞ্জিনে এ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবু ধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।