ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চিলিতে দাবানলে ২২ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
চিলিতে দাবানলে ২২ জনের প্রাণহানি

চিলিতে বনে ছড়িয়ে পড়া দাবানলে এই পর্যন্ত ২২ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির সরকারি কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা শনিবার জানান, ২২ জন নিহত হয়েছেন। তিনি বলেন, ১ হাজার ৪২৯ জনকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। ৫৫৪ জন আহত হয়েছেন। ১৬ জনের অবস্থা গুরুতর।  

মন্ত্রী জানান, দেশটিতে গত কয়েকদিনে দাবানলে বনের অনেক গাছপালা পুড়ে গেছে।

চিলিতে যেসব অঞ্চলে দাবানল দেখা দিয়েছে, সেসব অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে গেছে বলেও জানান তিনি।  

তিনি বলেন, থার্মোমিটারের তাপমাত্রা এমন অবস্থায় পৌঁছেছে যা, আমরা আগে দেখিনি।

শনিবার প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টুইটারে ঘোষণা দেন যে, প্রতিবেশী দেশ আর্জেন্টিনা অগ্নিনির্বাপণ কর্মী পাঠাচ্ছে।

বোরিক আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের সঙ্গে কথা বলেছেন। সহযোগিতার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।