ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি ৪ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
ভূমিকম্পে অর্থনৈতিক ক্ষতি ৪ বিলিয়ন ডলার ছাড়াতে পারে

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ হতাহত হয়েছেন।

সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।  

এই ভূমিকম্পে হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত অঞ্চলে ক্ষতিকর অর্থনৈতিক প্রভাব পরিলক্ষিত পারে।

রেটিং সংস্থা ফিচ বলছে, এই দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ চার বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।  

সংস্থাটি বলছে, যে পরিস্থিতির উদ্ভব হচ্ছে, তাতে ক্ষতির পরিমাণ নিরূপণ করা কঠিন। ইতোমধ্যে দুই বিলিয়ন ডলার পার হয়েছে। এই পরিমাণ চার মিলিয়ন ডলার বা এরচেয়েও বাড়তে পারে।

ফিচ রেটিং বলছে, বিমাকৃত ক্ষতির পরিমাণ অপেক্ষাকৃত কম হবে। সম্ভবত এক বিলিয়ন ডলারের আশপাশে হবে। এর কারণ এই অঞ্চলে বিমা কভারেজ কম।  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেন্ট তাইয়েপ এরদোয়ান বৃহস্পতিবার জানান, তার দেশে ৬ হাজার ৪০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।