তুরস্কে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর (বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি) ধ্বংসস্তূপের নিচ থেকে এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ওই কিশোরীর নাম আলেয়েনা ওলমেজ।
তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, কাহরামানমারাস প্রদেশের দুলকাদিরোগলু জেলার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে আলেয়ানা ওলমেজকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
সংবাদমাধ্যম আনাদোলুর সঙ্গে কথা বলার সময় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্য হ্যাসার অ্যাটলাস জানান, তারা দীর্ঘ ও ক্লান্তিকর প্রচেষ্টার পর আলেয়েনার কাছে পৌঁছান।
অ্যাটলাস বলেন, প্রথমে আমরা তার হাত ধরি, তারপর আমরা তাকে টেনে তুলি। সে খুব ভালো অবস্থায় আছে। কথা বলতে পারছে। তার স্বাস্থ্য সম্পর্কে ভালো খবর মিলবে বলে আশা করি।
ভূমিকম্পে তুরস্কে এখন পর্যন্ত ৩৬ হাজার ১৮৭ জন নিহত হয়েছেন। দেশটির দুর্যোগ সংস্থা বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে তুরস্কে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৩
এমএইচএস