গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। আজ সকাল থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার বিভিন্ন স্থানে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হামাস মুক্তিদিতে যাওয়া বন্দীদের নাম প্রকাশ না করা পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না।
এদিকে হামাস বলছে ‘কারিগরি’ সমস্যার কারণে বন্দীদের নাম প্রকাশে তাদের কিছুটা দেরি হয়েছে। পরে হামাস প্রথমে যে তিনজন মহিলা বন্দীকে
প্রথমে মুক্ত করবে তাদের নাম প্রকাশ করে।
তারা হলেন রোমি গোনেন, এমিলি ডামারি এবং ডোরন স্টেইনব্রেচার।
ডোরন স্টেইনব্রেচার, ৩১ বছর বয়সী একজন ভেটেরিনারি নার্স। ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তিনি বন্ধুদের কাছে একটি ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন: ‘তারা এসেছে, তারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে’।
এমিলি ডামারি, ২৮ বছর বয়সী, ব্রিটিশ-ইসরায়েলি দ্বৈত নাগরিক। তিনি কিবুতজ কফর আজা থেকে অপহরণ করা হয়েছিল।
রোমি গোনেন, ২৪ বছর বয়সী, সুপারনোভা উৎসব থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অপহরণের শিকার হন। তার মা মেরভ লেশেম গোনান জুন মাসে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে বক্তৃতা করেছিলেন, যখন তিনি আন্তর্জাতিক সহায়তার জন্য আবেদন জানান।
সূত্র: বিবিসি
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এমএম