ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাজিকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
৭.২ মাত্রার ভূমিকম্পে কাঁপলো তাজিকিস্তান

তাজিকিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৩৭ মিনিটে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এদিকে চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প অনুভূত হয়েছিল।

সিসিটিভি আরও জানিয়েছে, ভূমিকেন্দ্রটির কেন্দ্রস্থল ছিল চীনের নিকটতম সীমান্ত থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে। এসময় জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সেও তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্প আঘাত হানা এলাকাটি প্রত্যন্ত ও কম জনবহুল। প্রাথমিকভাবে কোনো ধরনের খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।