ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কা-কা করতেই হাজির এক ঝাঁক কাক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
কা-কা করতেই হাজির এক ঝাঁক কাক!

মানুষের নানান প্রতিভার ভিডিও দেখা যায় সামাজিকমাধ্যমে। আর নেটিজেনদের নজরে আসলে সেগুলো অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায়।

সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে এক ব্যক্তি কাকের সুরে ডেকে উঠতেই আকাশে অজস্র কাকের হাজিরা দেখা যায়। যা দেখে মুগ্ধ নেটিজেনরা।

ইনস্টাগ্রামে ঘান্টা নামে একটি পেজ থেকে ভিডিওটি ভাইরাল হয়। এতে দেখা যায়, একটি ফাঁকা মাঠে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজন কাকের কণ্ঠ নকল করে ডেকে ওঠেন। একবার ডাকার পরই বাকিরা বলতে শুরু করেন ‘এবারই কাক আসতে থাকবে। ’

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by memes comedy (@ghantaa)

আর কথা শেষ হতে না হতেই চারিদিক থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে কাক। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ভারতের কাক মানুষ’।

অসংখ্য মানুষ ভিডিওটিতে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘একেই বলে একতা, মানুষেরও শেখা উচিত। সমস্ত কাক একসঙ্গে হাজির হয় কারণ তারা চিন্তা করে আচমকা কোনো কাক বিপদে পড়েছে। ’

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।