ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
তুরস্কে স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬  গ্র্যান্ড কারতালে অগ্নিকাণ্ড

তুরস্কের জনপ্রিয় একটি স্কি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৬ জন নিহত হয়েছে।

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বোলু পার্বত্য এলাকার হোটেলে স্থানীয় সময় সাড়ে ৩টার দিকে আগুন লাগে।

তখন সেখানে ২৩৪ জন অতিথি অবস্থান করছিলেন। হোটেলের বাইরের আবরণ কাঠ দিয়ে তৈরি বলে আগুন লাগার পর তা অত্যন্ত দ্রুত ছড়িয়ে পড়ে।  

প্রাথমিকভাবে ১০ জন নিহতের খবর পাওয়া যায় এবং পরে তা বেড়ে ৬৬ জন হয়, পরে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যে জানা যায়, কয়েক ঘণ্টার মধ্যে এই সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছেছে।  

অন্তত দুইজন ভবন থেকে লাফিয়ে বের হওয়ার চেষ্টা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। আগুন নিভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে।  

দেশটির বিচারমন্ত্রী জানিয়েছেন, হোটেলের মালিকসহ নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা গুরুতর। খবর বিবিসি 

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হওয়া হোটেলটির পুরো নাম গ্র্যান্ড কারতাল হোটেল। বোলু পার্বত্য এলাকার কারতালকিয়া স্কি রিসোর্টের কাছেই হোটেলটির অবস্থান। এ অঞ্চলটি তুরস্কের শীতকালীন পর্যটন অঞ্চল হিসেবে বেশ জনপ্রিয়।

১২ তলার গ্র্যান্ড কারতাল হোটেলে কক্ষের সংখ্যা মোট ১৬১টি। স্কুল ছুটি থাকায় অনেক শিশু ও অভিভাবকও ছিলেন এ অতিথিদের মধ্যে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৫
এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।