ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া সীমান্তে বেড়া নির্মাণ শুরু করল ফিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
রাশিয়া সীমান্তে বেড়া নির্মাণ শুরু করল ফিনল্যান্ড

নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার সঙ্গে সীমান্তে ২০০ কিলোমিটার বেড়া নির্মাণ শুরু করেছে ফিনল্যান্ড।

বর্ডার গার্ড জানিয়েছে এটি তিন মিটার (১০ ফুট) উচ্চতার হবে, যার উপরে কাঁটাতারের বেড়া থাকবে।

খবর বিবিসি।

ফিনল্যান্ড রাশিয়ার মোট ১ হাজার ৩০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। নতুন করে বেড়া নির্মাণ শুর আগে সীমানাগুলো প্রাথমিকভাবে হালকা কাঠের বেড়া দ্বারা সুরক্ষিত ছিল।

ফিনল্যান্ড সরকার সীমান্ত নিরাপত্তা বাড়াতে জোর তৎপরতা শুরু করেছে। কারণ, ফিনল্যান্ড মনে করছে, রাশিয়া তার সীমান্তে আশ্রয়প্রার্থী পাঠিয়ে তাদের ওপর চাপ তৈরি করতে পারে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নর্ডিক এই দেশটিও মঙ্গলবার সামরিক জোট ন্যাটোতে যোগদানের বেশ কাছাকাছি চলে গেছে।

মঙ্গলবার ইমাত্রায় জঙ্গল পরিষ্কার করার মাধ্যমে সীমান্ত-প্রাচীর নির্মাণের কাজ শুরু করে ফিনল্যান্ড। চলতি মাসেই রাস্তা নির্মাণ ও বেড়া স্থাপনের কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

এতে নাইট ভিশন ক্যামেরা, লাইট ও লাউডস্পিকারও সংযোজন করা হবে। ধারণা করা হচ্ছে আগামী জুনের মধ্যে এ কাজ শেষ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।