ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

খেরসনে রুশ হামলায় নিহত ২১: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, মে ৪, ২০২৩
খেরসনে রুশ হামলায় নিহত ২১: ইউক্রেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির দক্ষিণ খেরসন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।

বুধবারের (৩ মে) ওই হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ শহরটিতে কারফিউ ঘোষণা করেছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, হামলায় এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৪৮।

তিনি বলেছিলেন যে, গোলাগুলি ‘রেলওয়ে স্টেশন, রেল ক্রসিং, আবাসিক ভবন, হার্ডওয়্যারের দোকান, সুপারমার্কেট ও গ্যাস স্টেশনে আঘাত’ করেছিল।

খেরসন থেকে আল জাজিরার প্রতিবেদক তামের আল-সামাদি জানিয়েছেন, আর্টিলারি হামলা শহরের একটি সুপারমার্কেটে আঘাত করেছে। সেখানে কর্মী ও গ্রাহক উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থলে গোলাবর্ষণ করা হয়েছিল। যার কারণে পুরো ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরা বলছে, যখন কিনা ইউক্রেন একটি আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখনই এই হামলা চালানো হলো।

বুধবার পৃথক বার্তা স্থানীয় কর্মকর্তারা শহরটিতে কারফিউ ঘোষণা করেছেন। খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান, আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, কারফিউ চলাকালীন শহরের রাস্তায় চলাচল নিষিদ্ধ। শহরে প্রবেশ এবং বের হওয়ার রাস্তাও বন্ধ থাকবে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বাসিন্দাদের খাদ্য ও ওষুধ মজুদ করার পরামর্শ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet