ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুত দখলের দাবি: ইউক্রেন বলছে যুদ্ধ শেষ হয়নি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
বাখমুত দখলের দাবি: ইউক্রেন বলছে যুদ্ধ শেষ হয়নি

রাশিয়া দাবি করেছে যে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এই দাবি প্রত্যাখ্যান করে ইউক্রেনের শীর্ষ সামরিক নেতারা বলছেন, ‘যুদ্ধ এখনও শেষ হয়নি।

ইউক্রেনের কর্মকর্তারা স্বীকার করেছেন যে, রাশিয়া এখন বাখমুতের একটি অংশ নিয়ন্ত্রণ করছে।  

ইউক্রেনীয় স্থল বাহিনীর কমান্ডার কর্নেল জেনারেল আলেকজান্ডার সিরস্কি বলেছেন, ‘আমরা এখন বাখমুতের একটি ছোট অংশের নিয়ন্ত্রণ করলেও, এর প্রতিরক্ষার গুরুত্ব তার প্রাসঙ্গিকতা হারায় না। ’

‘এটি পরিস্থিতি পরিবর্তনের ক্ষেত্রে আমাদের শহরে প্রবেশের সুযোগ দেবে। এবং এটি অবশ্যই ঘটবে। ’

বাখমুত দখলে নিতে দীর্ঘদিন ধরে ব্যাপক যুদ্ধ চলছিল রাশিয়া ও ইউক্রেনীয় সেনাবাহিনীর। একপর্যায়ে যুদ্ধের ধোঁয়া বাখমুতের পরিস্থিতি নিশ্চিত করা অসম্ভব করে তুলেছিল। সবশেষে গতকাল বাখমুত নিজেদের দখলে নেওয়ার দাবি করে রাশিয়া।

যদিও ইউক্রেন সে দাবি প্রত্যাখ্যান করেছে। তবে দেশটি বলেছে রুশ হামলায় বাখমুতের অবস্থা সংকটজনক। সেখানে এখন খুব কম সংকটজনক।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে ২২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।