ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ২২, ২০২৩
জলবায়ু পরিবর্তনে ৫০ বছরে ২০ লাখ মানুষের মৃত্যু

চরমভাবাপন্ন আবহাওয়ায় গত ৫০ বছরে ২ মিলিয়ন (২০ লাখ) মানুষের মৃত্যু হয়েছে এবং ৪ দশমিক ৩ ট্রিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

খবর আল জাজিরা।  

সোমবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) প্রকাশ করা প্রতিবেদনে বলা হয়, ১৯৭০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ১১ হাজার ৭৭৮টি আবহাওয়া-সংক্রান্ত দুর্যোগ ঘটেছে।  

প্রতিবেদনে উঠে এসেছে, এসব দুর্যোগে ৯০ শতাংশেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে।

এক বিবৃতিতে ডব্লিউএমও প্রধান পিটারি তালাস বলেন, দুর্ভাগ্যবশত সবচেয়ে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো আবহাওয়া, জলবায়ু ও পানি-সম্পর্কিত বিপর্যয়ের ধাক্কা সহ্য করে।

তিনি বলেন, গেল সপ্তাহে মিয়ানমার ও বাংলাদেশের ওপরে আঘাত হানা ঘূর্ণিঝড় মোখা এই বাস্তবতার উদাহরণ। তীব্র এই ঝড় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে... এতে ক্ষতি হয়েছে দরিদ্রতম দরিদ্রদের।

তবে ডব্লিউএমও বলছে যে, প্রাথমিক সতর্কতা ব্যবস্থার উন্নতি এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার ফলে হতাহতের সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে কমেছে।

তালাস বলেন, অতীতে মোখার মতো এরকম ঘূর্ণিঝড়ে মিয়ানমার ও বাংলাদেশে বহু মানুষের মৃত্যু হতো।

মিয়ানমার জান্তা সরকার অবশ্য বলেছে, সর্বশেষ ঘূর্ণিঝড়ে প্রাণহানি হয়েছে ১৪৫ জনের। তবে এই সংখ্যা আরও বেশি বলে শঙ্কা রয়েছে।

দুর্যোগ-জনিত কারণে ১৯৭০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতি তুলে ধরা ২০২১ সালের এক প্রতিবেদনে সংস্থাটি দেখায় যে, শুরুর দিকে বিশ্ব প্রতি বছর ৫০ হাজারের বেশি মানুষের প্রাণহানি দেখেছে। ২০১০ এর দশকে দুর্যোগে প্রতি বছর প্রাণহানি ২০ হাজারের নিচে নেমে যায়।

সোমবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে ডব্লিউএমও বলছে, ২০২০ ও ২০২১ এই দুই বছরে বিশ্বজুড়ে দুর্যোগজনিত প্রাণহানি হয়েছে ২২ হাজার ৬০৮টি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিক সতর্কতা এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে ধন্যবাদ। বিপর্যয়মূলক মৃত্যুহার এখন ইতিহাস। প্রাথমিক সতর্কতা জীবন বাঁচায়।

২০২৭ সালের শেষদিকের আগেই সব দেশকে প্রাথমিক সতর্কতা ব্যবস্থায় আনা নিশ্চিতে জাতিসংঘ একটি পরিকল্পনা দিয়েছে। এখন পর্যন্ত, বিশ্বের মাত্র অর্ধেক দেশেই এই ধরনের ব্যবস্থা চালু আছে।  

অর্থনৈতিক ক্ষতি

ডব্লিউএমও সতর্ক করে দিয়ে বলেছে, যেখানে প্রাণহানির সংখ্যা কমতির দিকে, সেখানে আবহাওয়াজনিত দুর্যোগে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বেড়েছে।

সংস্থাটির রেকর্ড করা তথ্য বলছে, ১৯৭০ সালের তুলনায় ২০১৯ সালে আর্থিক ক্ষতির পরিমাণ ৭ গুণ বেড়েছে। প্রথম দশকে দিনে যেখানে ক্ষতির পরিমাণ ছিল ৪৯ ডলার, শেষ দশকে সেখানে প্রতিদিনকার ক্ষতির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৮৩ ডলারে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, মে ২২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।