ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করতে ভূমিকা রাখছে ওমান-ইরান’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মে ২৯, ২০২৩
‘আঞ্চলিক সম্পর্ক শক্তিশালী করতে ভূমিকা রাখছে ওমান-ইরান’

মধ্যপ্রাচ্যের দেশগুলোর শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের বিষয়ে ইরান ও ওমান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তেহরান সফররত ওমানের সুলতান হাইসাম বিন তারিক আলে সাঈদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রায়িসি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোকে অভিন্ন লক্ষ্যপানে এগিয়ে নিয়ে যাওয়ার যে চেষ্টা ওমান ও ইরান করছে তার ফলে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, তেহরান ও মাস্কাট তাদের সম্পর্ককে নিছক বাণিজ্যের পর্যায় থেকে পুঁজি বিনিয়োগের পর্যায়ে উন্নীত করেছে।

শিল্প, বাণিজ্য, যোগাযোগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সড়ক ও রেলপথ, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং ট্রানজিট খাতে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাতে ওমানের সুলতান হাইসাম বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সঙ্গে তার দেশের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, গত বছরের মে মাসে প্রেসিডেন্ট রায়িসির মাস্কাট সফরের পর দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন প্রায় দ্বিগুণ বেড়েছে। তবে দ্বিপক্ষীয় সক্ষমতা আরও অনেক বেশি থাকায় এই লেনদেনকে বহুগুণে বাড়ানো সম্ভব।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।