ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের সঙ্গে বৈঠকের পর হাসপাতালে বেলারুশের প্রেসিডেন্ট: প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
পুতিনের সঙ্গে বৈঠকের পর হাসপাতালে বেলারুশের প্রেসিডেন্ট: প্রতিবেদন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর হাসপাতালে ভর্তি হয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।  

বেলারুশের বিরোধী নেতাকে উদ্ধৃত করে এই খবর ছেপেছে আমেরিকান সাপ্তাহিক ম্যাগাজিন নিউজউইক।

খবর এনডিটিভি

২০২০ সালে বেলারুশের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ভ্যালেরি তিসেপকালো শনিবার টেলিগ্রাম পোস্টে বলেন, মস্কোতে সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে লুকাশেঙ্কো গুরুতর অবস্থায় ভর্তি রয়েছেন।

তিনি বলেন, তার দল এই তথ্য পেয়েছে। তিনি এই বিষয়ে নিশ্চিত নন। এটি নিশ্চিত হওয়ার জন্য আরও তথ্যের প্রয়োজন রয়েছে।

টেলিগ্রাম পোস্টে তিসেপকালো বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, সেই সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তাকে জরুরিভাবে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি এখন রয়েছেন।

তিনি আরও বলেন, গুরুতর অবস্থা থেকে তাকে (লুকাশেঙ্কো) ফিরিয়ে আনতে বিশেষজ্ঞ পাঠানো হয়।

এর আগে গেল ৯ মে মস্কোর রেড স্কয়ারে উপস্থিত হওয়ার পর দ্রুত দেশে ফেরেন লুকাশেঙ্কো। সে সময় তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে গুজব ওঠে। তবে তিনি গুজব উড়িয়ে দিয়ে বলেন, আমি মরতে যাচ্ছি না।

গেল সপ্তাহে রাশিয়া লুকাসশেঙ্কো সরকারের সঙ্গে একটি চুক্তি করে। তাস বলছে, এই চুক্তিটি হলো বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, মে ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।