ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

আন্তর্জাতিক

মহাকাশে প্রথমবার বেসামরিক নভোচারী পাঠাল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মে ৩০, ২০২৩
মহাকাশে প্রথমবার বেসামরিক নভোচারী পাঠাল চীন

তিয়ানগং মহাকাশ স্টেশনে ক্রুড মিশনের অংশ হিসেবে প্রথমবারের মতো একজন বেসামরিক নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে চীন। তার সঙ্গে রয়েছেন আরও দুই নভোচারী।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০) সকাল ৯টা ৩১ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ২-এফ রকেটে তারা যাত্রা করেন।

জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টারের পরিচালক জু লিপেং বলেন, রকেট উৎক্ষেপণটি ‘সম্পূর্ণ সফল’ ছিল। নভোচারী ভালো অবস্থায় আছেন।

বেসামরিক ওই নভোচারীর নাম গুই হাইচাও। তিনি বেইজিং ইউনিভার্সিটি অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্সের অধ্যাপক।

গুই হাইচাও ‘স্পেস সায়েন্স এক্সপেরিমেন্টাল পেলোডসের’ অন-অরবিট অপারেশনের দায়িত্বে থাকবেন।

এই মিশনের কমান্ডার জিং হাইপেং। মহাকাশে এটি তার চতুর্থ যাত্রা। তৃতীয় ক্রু সদস্য হলেন প্রকৌশলী ঝু ইয়াংঝু।

এখন পর্যন্ত মহাকাশে পাঠানো সব চীনা নভোচারী পিপলস লিবারেশন আর্মির সদস্য ছিলেন।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মে ৩০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।