ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সমুদ্রে বিধ্বস্ত হয়েছে উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৯ ঘণ্টা, মে ৩১, ২০২৩
সমুদ্রে বিধ্বস্ত হয়েছে উত্তর কোরিয়ার গুপ্তচর স্যাটেলাইট

মহাকাশের উদ্দেশ্যে প্রথম গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। যদিও তা সফল হয়নি।

বুধবার (৩১ মে) উৎক্ষেপণের পর এটি সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। খবর বিবিসি।

এর আগে পিয়ংইয়ং ঘোষণা করেছিল যে, মার্কিন সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের জন্য ১১ জুনের মধ্যে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের পর জাপান এবং দক্ষিণ কোরিয়ায় আতঙ্কের সৃষ্টি হয়। সিউলে জরুরি সাইরেন বাজানো হয়। মোবাইলে মেসেজের মাধ্যমে বাসিন্দাদের বাড়ি-ঘর ছাড়তে বলা হয়। তবে কিছুক্ষণ পর আরেকটি মেসেজ পাঠিয়ে জানানো হয়, আগের মেসেজটি ‘ভুল’ ছিল।

অন্যদিকে স্যাটেলাইট উৎক্ষেপণের পর জাপানের দক্ষিণে ওকিনাওয়ার বাসিন্দাদের জন্য একটি সতর্কতা জারি করা হয়েছিল।

মঙ্গলবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস-চেয়ারম্যান রি পিয়ং চোল বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘বেপরোয়া সামরিক কর্মকাণ্ডের’ প্রতিক্রিয়া হিসেবে এই গুপ্তচর স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে।

তিনি অভিযোগ তুলেছিলেন, দেশগুলো ‘আগ্রাসনের জন্য তাদের বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ্যে প্রকাশ করেছে’।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এই উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে। দেশগুলো এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের ‘নির্ভর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

বাংলাদেশ সময়: ০৯৩৭ ঘণ্টা, মে ৩১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।