ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, জুন ৩, ২০২৩
প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন এরদোয়ান রিসেপ তাইয়িপ এরদোয়ান। ছবি: সংগৃহীত

তুরস্কের ঐতিহাসিক রান অফ নির্বাচনে জয়ী হয়ে প্রেসিডেন্ট হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তার দুই দশকের শাসনের মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ল।

 শনিবার (৩ জুন) স্থানীয় সময় দুপুর ৩টায় গ্রান্ড ন্যাশনাল অ্যাসেম্বলিতে তিনি শপথ নেন।

এ সময় তার শপথ গ্রহণের অনুষ্ঠান তুরস্কের কয়েকটি টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রাচার করা হয়। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেন বিশ্বের ৭৮টি দেশের প্রতিনিধি। এর মধ্যে ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও ১৩টি দেশের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য, আইনপ্রণেতারা ছিলেন।

গত ২৮ মে অনুষ্ঠিত নির্বাচনে তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দ্বিতীয় দফা নির্বাচনে ৫২ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট।

এ বিজয়ের মাধ্যমে ২০ বছরের শাসনকে আরও পাঁচ বছরের জন্য প্রসারিত করবেন ৬৯ বছর বয়সী এরদোয়ান।

ভোটে প্রধান প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলুর চেয়ে সংখ্যাগরিষ্ঠতা পান প্রেসিডেন্ট এরদোয়ান। প্রাথমিকভাবে ৯৭ শতাংশ ব্যালট বাক্সের ভোট গণনায় এরদোয়ান ৫২ দশমিক ১ শতাংশ এবং কিলিচদারোগলু ৪৭ দশমিক ৯ শতাংশ সমর্থন পান।

এর আগে ১৪ মে প্রথম ধাপের নির্বাচনে এরদোয়ান ৪৯ দশমিক ৫২ শতাংশ ভোট পান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল কিলিচদারোগলু পান ৪৪ দশমিক ৮৮ শতাংশ ভোট।

প্রথম দফায় কোনো প্রার্থী এককভাবে ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় ফের ভোটগ্রহণ হয়।

সূত্র: আলজাজিরা

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জুন ০৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।