ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে বন্যায় ৪২ জনের প্রাণহানি, নিখোঁজ ১১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জুন ৬, ২০২৩
হাইতিতে বন্যায় ৪২ জনের প্রাণহানি, নিখোঁজ ১১ 

হাইতিতে প্রবল বৃষ্টির কারণে সপ্তাহান্তে ব্যাপক বন্যায় অন্তত ৪২ জনের প্রাণহানি হয়েছে। কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।

বিবিসি।

এখন পর্যন্ত ১১ জন নিখোঁজ রয়েছেন। বন্যায় ১৩ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া হয়েছেন।

সবচেয়ে বাজে পরিস্থিতি হয়েছে হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৪০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর লিওগানে। সেখানে তিনটি নদীর তীর ভেঙে গেছে।

সামগ্রিকভাবে, দরিদ্র ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রের অর্ধেকের বেশি বিভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে।  

এই বন্যায় লিওগানে ফানিয়া কানজে নামে এক নারীর বাড়ি ভেঙে গেছে। তিনি নিজের এক সন্তানকে বাঁচাতে পেরেছেন। কিন্তু তার পাঁচ বছর বয়সী আরেক সন্তান বন্যায় মারা গেছে। তিনি বলেন, দুজনকে হারিয়ে ফেলার ঝুঁকিতে ছিলাম। কিন্তু সৃষ্টিকর্তা আরেকজনকে গাছে ঝুলিয়ে রেখে গিয়েছেন।

লিওগানের মেয়র এরসন হেনরি বলেন, শহরের বাসিন্দারা মরিয়া হয়ে গেছে। তিনি এএফপিকে বলেন, তারা সব কিছুই হারিয়েছেন। পানি তাদের ফসলের মাঠ ভাসিয়ে দিয়েছে, গবাদিপশু ভাসিয়ে নিয়ে গেছে।

প্রাণহানি আরও বাড়তে পারে।  

দেশটির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরি বলেন, তার সরকার এই দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারদের নিয়ে জরুরি ব্যবস্থা নিচ্ছে। .

বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে, তারা বাস্তুহারাদের গরম খাবার বিতরণ করবে।  

স্থানীয় টিভি চ্যানেলে প্রচারিত ছবিতে দেখা গেছে, বাদামী জলের বিস্তীর্ণ স্রোতের মধ্য দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে।

বেশ কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে দেশটির অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে আছে।  

অনেক অঞ্চল নিয়ন্ত্রণ করা অপরাধী চক্রগুলোর সঙ্গে সমস্যা চলতে থাকায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।  

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জুন ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।