ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুন ৯, ২০২৩
সুদানে ২৪ ঘণ্টার অস্ত্রবিরতি

সুদানে সংঘাতরত দুই পক্ষ ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে। শনিবার এই অস্ত্রবিরতি চলবে।

 

অস্ত্রবিরতিতে মধ্যস্ততাকারী সৌদি আরব ও যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিয়েছে। খবর আল জাজিরা

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে অস্ত্রবিরতি শুরু হবে।

সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত চলছে।  

দুই পক্ষের মধ্যে চলমান সংঘাতে অস্ত্রবিরতির কয়েকটি ব্যর্থ প্রচেষ্টার পর নতুন করে এই চুক্তি হলো।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, তারা সারা দেশে নিরবচ্ছিন্ন আন্দোলন এবং মানবিক সহায়তা প্রদানের অনুমতি দিতেও সম্মত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুন ৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।