ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘রাশিয়া অধিক শক্তিশালী রূপে আবির্ভূত হবে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
‘রাশিয়া অধিক শক্তিশালী রূপে আবির্ভূত হবে’ লাভরভ

সম্প্রতি রুশ সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে অভ্যুত্থান ঘোষণা করে ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী গ্রুপ ওয়াগনার। যদিও ওয়াগনার প্রধান প্রিগোজিনের অভ্যুত্থান সফল হয়নি।

তবুও এটা পুতিনের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

এ নিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে প্রশ্ন করা হয়। এর জবাবে তিনি বলেন, ‘রাশিয়া অধিকতর শক্তিশালী হিসেবে আবির্ভূত হবে। অতীতে যেকোনো সমস্যা থেকে তার দেশ আরও শক্তিশীল ও স্থিতিশীল হিসেবে আবির্ভূত হয়েছে।

লাভরভ বলেন, আমাদের কোনো কিছু ব্যাখ্যা করা কিংবা কাউকে নিশ্চয়তা দেওয়ার প্রয়োজন নেই। আমরা স্বচ্ছভাবেই কাজ করছি। প্রেসিডেন্ট পুতিন এবং দেশের সব রাজনৈতিক শক্তি এ ইস্যু নিয়ে কথা বলেছে। পশ্চিমাদের যদি কোনো সন্দেহ থাকে সেটা তাদের বিষয়।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন পশ্চিমা নেতাদের প্রতিক্রিয়া নিয়েও মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।