ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘গুরুতর হুমকিতে’ রয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘গুরুতর হুমকিতে’ রয়েছে: জেলেনস্কি

রাশিয়ার অধিকৃত জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি ‘গুরুতর হুমকি’ রয়েছে বলে সতর্ক করেছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।

একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, এই স্থাপনায় বিস্ফোরণ ঘটাতে রাশিয়া ‘প্রযুক্তিগতভাবে প্রস্তুত’।

শনিবার (১ জুলাই) এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি এসব কথা বলেন।

জেলেনস্কি তার তথ্যের উৎস হিসেবে ইউক্রেনীয় গোয়েন্দাদের উল্লেখ করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি গুরুতর হুমকি রয়েছে। রাশিয়া টেকনিক্যালভাবে স্টেশনে একটি স্থানীয় বিস্ফোরণ ঘটাতে প্রস্তুত।

এ বিষয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রী বিস্তারিত জানাননি। তবে এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দারা বলেছিল, রুশ সেনারা প্ল্যান্টটি খনন করছে।

জেলেনস্কি ইউরোপের বৃহত্তম বেসামরিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ার দিকে আন্তর্জাতিক মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু কোম্পানি রোসাটমের ওপর নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।