ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

আন্তজার্তিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখল বিশ্ব

গত সোমবার (৩ জুলাই) ইতিহাসের ‘সবচেয়ে উষ্ণতম’ দিন দেখেছে বিশ্ব। এদিন বিশ্বের গড় তাপমাত্রা ছিল ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস।

যা ২০১৬ সালের আগস্টে রেকর্ড করা ১৬ দশমিক ৯২ ডিগ্রি সেলসিয়াসকে ছাড়িয়ে গেছে।

মার্কিন গবেষকরা বলেছেন, ১৯ শতকের শেষের দিকের যেকোনো রেকর্ডের মধ্যে এটি সর্বোচ্চ।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এল নিনো নামে পরিচিত প্রাকৃতিক আবহাওয়ার সংমিশ্রণ এবং মানবজাতির কার্বন ডাই অক্সাইডের চলমান নির্গমন এই তাপমাত্রা বাড়াচ্ছে।

ইউএস ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের বিজ্ঞানীরা বলেছেন, ৩ জুলাই বিশ্বের গড় তাপমাত্রা ১৭ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল। যা ২০১৬ সালের আগস্টের ১৬ দশমিক ৯১ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙেছে।

চলতি বছরের শুরু থেকেই গবেষকরা স্থল এবং সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। তারা বৈশ্বিক গড় তাপমাত্রা বাড়ার আশঙ্কা করছিলেন।

চলতি সপ্তাহে চীনের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে গেছে। অন্যদিকে দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির শিকার হয়েছে।

সূত্র- বিবিসি

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।