ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হলো ডায়ানার ‘ব্ল্যাক শিপ’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হলো ডায়ানার ‘ব্ল্যাক শিপ’

প্রিন্সেস ডায়ানার একটি সোয়েটার ১ দশমিক ১৪ মিলিয়ন বা ১১ লাখ ৪৩ হাজার ডলারে বিক্রি হয়েছে। নিউইয়র্কে নিলামকারী প্রতিষ্ঠান সথবিস সোয়েটারটি নিলামে তোলে।

বিবিসি।

সোয়েটারটি মূলত লাল ও সাদা রঙের। লাল রঙের ওপর সাদা ভেড়ার সারি। তবে একটি মাত্র ভেড়ার রং কালো। সোয়েটারটির নাম ব্ল্যাক শিপ।  

গেল ৩১ আগস্ট নিলাম চালু হয়। নিলামের সর্বশেষ মিনিট পর্যন্ত হাঁকানো শীর্ষ দাম ছিল দুই লাখ ডলারের নিচে। সথবিসের অনুমিত দাম ছিল ৫০ হাজার থেকে ৮০ হাজার ডলার পর্যন্ত।  

প্রিন্সেস ডায়ানার সোয়েটারের নিলাম কে জিতল, সেই পরিচয় প্রকাশ করেনি নিলামকারী প্রতিষ্ঠানটি।  

১৯৮১ সালের জুন মাসে বাগদত্তা ওয়েলসের তৎকালীন রাজপুত্রের পোলো ম্যাচে পশমী এই পোশাক প্রথম পরেন ডায়ানা।  

এই নিলামে মাত্র ১৫ মিনিটে ৪৪টি প্রস্তাবিত দাম আসে, যা সোয়েটারটির দাম ১৪ গুণ বাড়িয়ে দেয়।

সূত্র: বিবিসি ও দ্য ডেইলি মেইল

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।