ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত

ভারত সরকার কানাডার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এ পদক্ষেপের বিষয়টি নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে কানাডার ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার।

বিএলএস ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কানাডার ওয়েবসাইটে এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘আজ থেকে (২১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) পরবর্তী নির্দেশ বা বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত’ এ নির্দেশনা জারি থাকবে।

হরদীপ সিং নিজ্জার নামে এক খালিস্তানি নেতাকে কানাডায় গুলি করে হত্যার ঘটনায় ভারতের সঙ্গে দেশটির উত্তেজনার পারদ যখন চড়তে শুরু করে, তখনই এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। ভারতীয় মিশনের কাছ থেকে পাওয়া নোটিশের পরিপ্রেক্ষিতে ভিসা সেবাদাতা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে সেবা স্থগিতের বিষয়টি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।