ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইইডি বিস্ফোরণে মালিতে ২২ শান্তিরক্ষী আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
আইইডি বিস্ফোরণে মালিতে ২২ শান্তিরক্ষী আহত

মালির উত্তরাঞ্চলে বিস্ফোরণে জাতিসংঘের অন্তত ২২ শান্তিরক্ষী আহত হয়েছেন। নিরাপত্তার অবনতির মধ্যেও তারা দেশ থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার অব্যাহত রেখেছে।

আল জাজিরা।  

সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ৩১ অক্টোবর শান্তিরক্ষীরা উত্তর কিডালে তাদের ঘাঁটি ত্যাগ করার পর গাও শহরের আনুমানিক ৩৫০ কিলোমিটার পথে এখন পর্যন্ত ছয়টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৩৯ শান্তিরক্ষী আহত হয়েছেন।

নিউইয়র্কে তিনি সাংবাদিকদের বলেন, শান্তিরক্ষীদের বহরটি অ্যানেফিস শহরের কাছে দুটি আইইডডি বিস্ফোরণের মধ্যে পড়েন। তিনি এটি জানাননি, আইইডিগুলো দীর্ঘদিন সেখানে ছিল নাকি শান্তিরক্ষীদের উদ্দেশ্য করে ছোড়া হয়েছিল।

তিনি বলেন, আহতদের হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য গাও শহরে নেওয়া হয়েছে।

গেল ১ নভেম্বর আট শান্তিরক্ষী এবং পরে শুক্রবার সাত শান্তিরক্ষী আইইডি বিস্ফোরণে আহত হন।

জুন মাসে মালির সামরিক শাসকরা শান্তিরক্ষী বাহিনীর প্রায় ১৫ হাজার সদস্যকে দেশ ছাড়তে বলেন। পশ্চিম আফ্রিকার দেশটিতে সংঘাত ঘনীভূত হওয়া সত্ত্বেও ৩১ ডিসেম্বরের মধ্যে শান্তিরক্ষী প্রত্যাহার শেষ হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।