ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

কাবুলে বাসে হামলার দায় নিল আইএস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
কাবুলে বাসে হামলার দায় নিল আইএস

আফগানিস্তানের রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায় লক্ষ্য করে বাসে হামলার দায় নিয়েছে ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্ত (আইএসআইএল) বা আইএসআইএস।

মঙ্গলবার পুলিশ জানায়, হাজারা অধ্যুষিত দাস্ত-ই-বারচি জেলায় ভয়াবহ বিস্ফোরণে সাতজনের প্রাণ যায়।

এতে আহত হন অন্তত ২০ জন। নিপীড়িত সম্প্রদায়টির ওপর সাম্প্রতিক সপ্তাহে ঘটে যাওয়া দ্বিতীয় হামলার ঘটনা এটি।  

নিরাপত্তা কর্মকর্তারা ঘটনার তদন্ত করছেন, পুলিশের মুখপাত্র খালিদ জারদান এমনটি জানিয়েছেন।  

আইএসআইএল ঘটনার দায় স্বীকার করে আমাক নিউজ আউটলেটের মাধ্যমে বলছে, তারা শিয়া মুসলিমদের বহনকারী বাসে একটি বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়েছে।  

তালিবান কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের শেষে একই এলাকার একটি স্পোর্টস ক্লাবে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণেরও দায় নিয়েছে গোষ্ঠীটি। বিস্ফোরণে চারজনের প্রাণ যায়, গুরুতর আহত হন সাতজন।

২০২১  সালে মার্কিন সমর্থিত সরকারকে সরিয়ে তালিবান ক্ষমতায় আসার পর থেকে বোমা বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনা নাটকীয়ভাবে কমে গেছে। আইএসআইএলসহ বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী এখনো হুমকি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।