ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মিগজাউম, তীব্র বৃষ্টিতে ৯ জনের প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আছড়ে পড়ল ঘূর্ণিঝড়  মিগজাউম, তীব্র বৃষ্টিতে ৯ জনের প্রাণ গেল

ঘূর্ণিঝড় মিগজাউম দক্ষিণ ভারতের উপকূলে আছড়ে পড়ল। অবশ্য এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে হয়ে গেল প্রবল বৃষ্টিপাত।

এতে পথঘাট ডোবার পাশাপাশি এক শিশুসহ প্রাণ গেল নয়জনের।

ভারতীয় আবহাওয়া বিভাগ বলেছে, প্রবল ঘূর্ণিঝড়টি মঙ্গলবার দুপুরের পরপরই ঘণ্টায় ১০০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে অন্ধ্রপ্রদেশের বাপাতলা শহরের কাছে উপকূলে পৌঁছায়।

এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, রাজ্যের কোথাও কোথাও পরবর্তী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে।  

পার্শ্ববর্তী তামিলনাড়ু রাজ্যর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক স্মৃতিতে আমরা সবচেয়ে খারাপ ঝড়ের সম্মুখীন হচ্ছি। সরকারি কর্তৃপক্ষ হাজার হাজার বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিয়েছে।  

ঘূর্ণিঝড়  ভূভাগে প্রবেশ করার আগে তামিলনাড়ুর চেন্নাইয়ের পথঘাট ডুবিয়ে দেয়। কর্মকর্তারা বলছেন, রাজ্যে আটজনের প্রাণ গেছে। এরমধ্যে কয়েকজন ডুবে গেছেন, একজনের ওপর গাছ পড়ায় মারা গেছেন। আরেকজন পানিতে জীবন্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

এদিকে, অন্ধ্র প্রদেশের তিরুপাতি জেলায় চার বছরের এক শিশুর দেয়ালচাপায় প্রাণ গেছে। রাজ্যের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সি নাগারাজু এ কথা জানান।  

ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই কারখানার কার্যক্রম, পরিবহন সেবা, ব্যবসা-বাণিজ্য ও স্কুলের কার্যক্রম বাতিল করা হয়। বন্যায় চেন্নাই বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আক্রান্ত এলাকাজুড়ে উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে, আরও স্ট্যান্ডবাই রাখা হয়েছে। ফেডারেল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটি জানান। সরকার অন্ধ্রপ্রদেশে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।

ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাতের দিকে দুর্বল হয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।