ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের লোকসভায় বরখাস্ত সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াল ১৪৩ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
ভারতের লোকসভায় বরখাস্ত সংসদ সদস্যের সংখ্যা দাঁড়াল ১৪৩ জন

ভারতের লোকসভা থেকে আরও দুই বিরোধী সংসদ সদস্য বরখাস্ত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) বরখাস্ত হওয়া দুই সংসদ সদস্যই কেরলের।

বরখাস্তরা হলেন আলাপুঝার সিপিএম সংসদ সদস্য এএম আরিফ ও আঞ্চলিক দল কেরল কংগ্রেস (মণি)-র নেতা তথা কোট্টয়মের সংসদ সদস্য টমাস চাজিকাদন।

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, দুই-তৃতীয়াংশ বিরোধী সংসদ সদস্যকে বরখাস্ত করেও শীতকালীন অধিবেশন ‘নিয়ন্ত্রণে’ আনা যাচ্ছে না। বুধবার ‘অসংসদীয় আচরণের’ অভিযোগে লোকসভার আরও দুই বিরোধী সংসদ সদস্যকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য বরখাস্ত করা হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে লোকসভা এবং রাজ্যসভা থেকে মোট ১৪৩ জন সংসদ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। এর মধ্যে লোকসভার আছেন ৯৭ জন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।