ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া পূর্ব উপকূল থেকে সাগরে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। দক্ষিণ কোরিয়া এমন দাবি করছে।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের (জেসিএস) পক্ষ থেকে বলা হয়, মঙ্গলবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।  

জেসিএসের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের সামরিক বাহিনী উত্তর কোরিয়া থেকে সাগরের দিকে ছোড়া বেশ কয়েকটি ক্রুজ মিসাইল শনাক্ত করতে পেরেছে।  

বিস্তারিত দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা কর্তৃপক্ষের মাধ্যমে ঘনিষ্ঠভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পারমাণবিক কর্মসূচি নিয়ে পিয়ংইয়ং জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। চলতি বছর দেশটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েক ধরনের অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী নিষিধধ নয়। তবে জেসিএস বলছে, তারা উত্তর কোরিয়ার পরবর্তী কার্যক্রম পর্যবেক্ষণ করছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।