ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে ট্রেন চালকদের ধর্মঘট, বিলিয়ন ইউরো ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
জার্মানিতে ট্রেন চালকদের ধর্মঘট, বিলিয়ন ইউরো ক্ষতির শঙ্কা

জার্মানিতে ট্রেন চালকদের ধর্মঘট চলছে। বেতন-ভাতা বাড়ানোর দাবিতে ৬ দিনের এ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রেন চালকদের ইউনিয়ন।

বুধবার (২৪ জানুয়ারি) এ ধর্মঘট শুরু হয়ে শেষ হবে আগামী সোমবার। এর আগে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে ধর্মঘট শুরু করেন জার্মানির ট্রেন চালকরা। ডয়েচে ভেলের খবর।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসে দ্বিতীয়বারের মতো জার্মানির ট্রেন চালকরা ধর্মঘট শুরু করলো। এর কারণে বিলিয়ন ইউরোর ক্ষতি হবে মনে করেন দেশটির অর্থনীতিবিদরা।

ট্রেন চালকদের ইউনিয়নের ডাকা এ অবরোধের কারণে জার্মানিতে শুধু যাত্রী পরিষেবায় ব্যাঘাত ঘটছে না, পুরো শিল্পাঞ্চল ক্ষতির মুখে পড়ছে। কেননা, দেশটির বিভিন্ন শিল্পাঞ্চলে মূল সামগ্রী রেলের মাধ্যমে পাঠানো হয়।   তা ছাড়া গোটা ইউরোপের জার্মান রেলের মাধ্যমে শিল্প সামগ্রী পরিবহন করা হয়ে থাকে। ইউরোপের শিল্পক্ষেত্রের কাঁচামালের ৬০ শতাংশ জার্মান রেলের মাধ্যমে পরিবাহিত হয়।

জার্মান ট্রেন চালকদের এমন সিদ্ধান্তের কারণে কপালে ভাঁজ পড়েছে ইউরোপিয়ানদের। ব্যবসায়ীরা তাদের কাঁচামাল পরিবহন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধর্মঘটের কারণে দৈনিক ১০০ মিলিয়ন ইউরোর ক্ষতি হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অনেকে মনে করছেন আর্থিক ক্ষতি এরও বেশি হবে। জার্মান ইকোনমিক রিসার্চের প্রধান মিশেল গ্রোমলিং এ আশঙ্কার প্রকাশ করেছেন।

হর্গ ক্রেমার নামে আরেক অর্থনীতি বিশেষজ্ঞ মনে করেন, টানা ছয়দিন রেল ধর্মঘটের জন্য বেশ কিছু কারখানা সাময়িক বন্ধ হতে পারে। এ কারণে আর্থিক ক্ষতি হতে পারে এক বিলিয়ন ইউরোর। সে হিসেবে দৈনিক ক্ষতি হবে ৩০ মিলিয়ন ইউরোর। এ ক্ষতির প্রভাব পড়বে পুরো ইউরোপে। জার্মান গাড়ি শিল্পও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

চলমি মাসের শুরুর দিকেও একবার ধর্মঘট কর্মসূচি পালন করে রেল ইউনিয়ন। সেবার তিনদিন ধর্মঘট পালিত হয়। বেতন-ভাড়া বাড়ানোর দাবি বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ আন্দোলনের পথে নেমেছে জার্মানির রেল চালক ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ