ঢাকা, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় সামরিক বাহিনীর হাতে নিহত ৪৫: ইএইচআরসি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
ইথিওপিয়ায় সামরিক বাহিনীর হাতে নিহত ৪৫: ইএইচআরসি

ইথিওপিয়ার ফেডারেল নিরাপত্তা বাহিনীগুলো জানুয়ারির শেষে আমহারা রাজ্যে ৪৫ বেসামরিককে হত্যা করেছে। মঙ্গলবার এ অভিযোগ তুলেছে স্বাধীন রাষ্ট্র-অধিভুক্ত ইথিওপীয় মানবাধিকার কমিশন (ইএইচআরসি)।

এক বিবৃতিতে ইএইচআরসি ৪৫ বেসামরিকের পরিচয় নিশ্চিত করেছে। ফানো নামে জাতিগত আমহারা সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দেওয়ার অভিযোগে সরকারি নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করে।  

গেল বছর ফানো ও ইথিওপিয়ার সামরিক বাহিনীর মধ্যে কয়েক মাস ধরে চলা সংঘাতের পর মেরাভির আমহারা শহরে হত্যাকাণ্ডগুলো ঘটে।

ফানো একটি আত্মরক্ষামূলক সংস্থা, যেখানে সর্বজনীনভাবে পরিচিত কমান্ড কাঠামো নেই। স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে স্বেচ্ছাসেবকদের এতে নেওয়া হয়।  
 
ফানো ও সামরিক বাহিনীর মধ্যে সংঘাত ফেডারেল সরকারকে গেল বছরের আগস্টে জরুরি অবস্থা জারি করতে বাধ্য করে।

আমহারা অঞ্চলে ভয়াবহ ড্রোন তৎপরতাও বেড়েছে।  

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গোষ্ঠী আমহারা অ্যাসোসিয়েশন অব আমেরিকার চেয়ারম্যান টিওড্রোজ তিরফে আল জাজিরাকে গেল ডিসেম্বরে বলেছিলেন, তার সংগঠন ৭০টি ড্রোন হামলার তথ্য সংগ্রহ করেছে। এসব ড্রোন হামলায় গেল মে মাস থেকে বেসামরিকদের হতাহতের ঘটনা ঘটছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।