ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভালোবাসা দিবসে মেক্সিকোতে একসঙ্গে ১২শ যুগলের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
ভালোবাসা দিবসে মেক্সিকোতে একসঙ্গে ১২শ যুগলের বিয়ে

মেক্সিকো সিটিতে এক গণ আয়োজনে প্রায় এক হাজার ২০০ যুগল বিয়েতে আবদ্ধ হয়েছে। বুধবার তাদের বিয়ে অনুষ্ঠিত হয়।

এর মাধ্যমে নেজাহুয়ালকোয়টল শহরের বার্ষিক ভ্যালেন্টাইন ডের ঐতিহ্যে নতুন এক রেকর্ড সৃষ্টি হলো। খবর আল অ্যারাবিয়ার।

অনেকে খরচ বাঁচাতে গণ বিয়েতে অংশ নেন। নব্য বিবাহিত ২৮ বছর বয়সী রোসালিন রুইজ এএফপিকে বলেন, বিয়ে করা বেশ খরচের। সাদা শাড়ি পরা এই তরুণী ৩০ বছর বয়সী রিকার্ডো রেয়েইসকে বিয়ে করেছেন।

ইওসিমার কারাসকো ও আলেজান্দ্রা গোদিনেজ -উভয়ের বয়স ৩৭। ভিন্ন অভিজ্ঞতা নিতে গণবিয়েতে অংশ নেন।  ৪০ বছর বয়সী পিলার হারনান্দেস ও সুসানা ইনোসেন্ট মনে করেন, এ গণবিয়ে আবার সমকামী যুগলদের সমান অধিকার দেয়।

স্টেট সিভিল রেজিস্ট্রির পরিচালক সোনিয়া ক্রুজ যুগলদের আইনি বিয়ের ঘোষণা দিয়ে চুমুর আমন্ত্রণ জানানোর পরপরই অনুষ্ঠানস্থলে করতালি শুরু হয়।  

গণবিয়ের আয়োজন করেছে  স্থানীয় মেয়রের কার্যালয়। শহরের সবচেয়ে পুরোনো তিন দম্পতিকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে এক দম্পতির বিয়ের বয়স ৫০ বছর। তারা টিভি ও আর্মচেয়ার পেয়েছেন।  

নিকারাগুয়ায় ভ্যালেন্টাইন ডের এক গণবিয়ের আয়োজনে ২০০ যুগল বিয়েতে আবদ্ধ হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৪
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।