ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

আন্তর্জাতিক

আভদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আভদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি রাশিয়ার

ইউক্রেনের আভদিভকা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটি বলছে, তীব্র যুদ্ধের পর ইউক্রেনের কিছু সেনা সোভিয়েত সময়ের একটি কোক প্ল্যান্টে লুকিয়ে আছেন।

খবর আল জাজিরার।  

২০২৩ সালের মে মাসে বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এ পর্যন্ত এটি রাশিয়ার বড় কোনো অর্জন। ইউক্রেন যুদ্ধ আর কদিন পরই দুই বছর পূর্ণ করতে যাচ্ছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, তাদের সৈন্যরা ৮ দশমিক ৬ কিলোমিটার এগিয়েছে। ভয়াবহ এক যুদ্ধের পর তারা এগিয়ে যেতে শুরু করেছে। এ যুদ্ধ শহরটিকে প্রায় সম্পূর্ণ জনবসতিহীন ধ্বংসস্তূপে রূপ দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আভদিভকার পতনকে একটি গুরুত্বপূর্ণ বিজয় বলে আখ্যা দিয়েছেন এবং সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন।

ক্রেমলিন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, এ সফলতা, গুরুত্বপূর্ণ বিজয়ে প্রেসিডেন্ট সৈন্যদের অভিনন্দন জানিয়েছেন।  

ইউক্রেন বলেছে, কয়েক মাস ভয়াবহ লড়াইয়ের পর পুরোপুরি ঘেরাও থেকে বাঁচাতে তারা নিজেদের সৈন্য প্রত্যাহার করেছে।

মস্কো ইউক্রেনের বাহিনীকে পিষে ফেলার চেষ্টা করছে। অন্যদিকে কিয়েভ বড় ধরনের একটি সেনা সমাবেশের কথা ভাবছে। ইতোমধ্যে প্রেসিডেন্ট জেলেনস্কি যুদ্ধ পরিচালনায় নতুন কমান্ডার নিয়োগ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।