ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

টেসলার পতনে আবারও বিশ্বের শীর্ষ ধনী বেজোস 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
টেসলার পতনে আবারও বিশ্বের শীর্ষ ধনী বেজোস 

টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার মূল্য পতনে বেজোসের কাছে শীর্ষ ধনীর আসন হারালেন ইলন মাস্ক।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের ৪ মার্চের তথ্য মতে টেসলার শেয়ার দর ৭.২ শতাংশ পতনের পর বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার বিপরীতে বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার।

২০১৭ সালে মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মত শীর্ষ ধনীর তালিকায় ওঠে আসেন মার্কিন ব্যবসায়ী বেজোস। যদিও টেসলার উত্তানে পরে শীর্ষ স্থান হারান তিনি।   

এদিকে করনার পরপর অ্যামাজনের শেয়ারের মূল্য ২০২২ সালের শেষের দিকের চেয়ে দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে টেসলার শেয়ার প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে। ফলে ২০২১ সালের পর আবারও বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস।  

এছাড়াও বিশ্বের শীর্ষ ধনীদের প্রথম পাঁচ জনের মধ্যে রয়েছেন ফরাসি প্রতিষ্ঠান এলভিএমএইচ-এর চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে। আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।