ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ২১

আফগানিস্তানে তেলবাহী ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৮ জন।

দেশটির হেলমান্দ প্রদেশের গেরাশক জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।  

হেলমান্দ প্রাদেশিক সরকারের তথ্য বিভাগের প্রধান শের মোহাম্মদ ওয়াহদাত বলেন, কান্দাহার-হেরাত মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার শিকার একটি মোটরসাইকেল, জ্বালানিবাহী ট্রাক ও একটি বাস। হেরাত থেকে কাবুলে যাচ্ছিল বাসটি।  

মোটরসাইকেলকে ধাক্কা দেওয়ার পর বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকারকে ধাক্কা দেয়। এতে আগুন ধরে যায়। ট্যাংকারটি কান্দাহার থেকে হেরাতে যাচ্ছিল।  

প্রাদেশিক সরকারের তথ্য বিভাগ এক্সে এক পোস্টে বলেছে, রোববার সকালে ট্যাংকার, মোটরসাইকেল ও যাত্রীবাহী একটি বাসের মধ্যে সংঘর্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮ জন।  

দুর্ঘটনাটি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন হেলমান্দ প্রদেশের ট্রাফিক কর্মকর্তা কদরতউল্লাহ।

হেলমান্দ প্রদেশের প্রধান মুখপাত্র হজতুল্লাহ হাক্কানি বলেন, আহত ৩৮ জনের ১১ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।