ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮, পাকিস্তানকে দুষছে তালিবান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
বিমান হামলায় আফগানিস্তানে নিহত ৮, পাকিস্তানকে দুষছে তালিবান

আফগানিস্তানে পাকিস্তানের দুটি বিমান হামলায় অন্তত আটজনের প্রাণ গেছে বলে অভিযোগ করেছে তালিবান। খবর বিবিসির।

 

তালিবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ বলেন, ভোর ৩টার দিকে পাকিস্তান সীমান্ত লাগোয়া অঞ্চলের বাড়িঘরে বেপরোয়া এ হামলার ঘটনা ঘটে।  

পাকিস্তান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

শনিবার অজ্ঞাত জঙ্গিগোষ্ঠীর হামলায় সাত সেনা নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির শক্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতির পর এমন ঘটনা ঘটল।  

রোববার দুই সেনার শেষকৃত্যে প্রেসিডেন্ট জারদারি বলেছিলেন, যারাই হোক বা যে দেশ থেকেই জঙ্গিগোষ্ঠী আসুক না কেন, প্রতিশোধ নেওয়া হবে।  

পরিচয় প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, সোমবার ভোরে খোস্ত ও পাক্তিকা প্রদেশে হামলা ছিল শনিবারের হত্যাকাণ্ডের প্রতিশোধ।

অভ্যন্তরীণ সমস্যার জন্য আফগানিস্তানকে দোষারোপ না করতে তালিবান সরকারের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ পাকিস্তানকে সতর্ক করেছেন। এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি পাকিস্তানকে সতর্ক করেন।  

তিনি বলেন, এই ধরনের ঘটনার পরিণতি খুব হতে পারে, যা পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকবে না।

তিনি আরও বলেন, বেসামরিকদের বাড়িঘরে হামলায় পাঁচ নারী ও তিন শিশুর প্রাণ গেছে।  

ভোরের দিকের হামলার পর পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলি বিনিময়ের খবর পাওয়া গেছে।  

সূত্র: বিবিসি ও আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।