ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার শেষ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
মধ্যপ্রাচ্যে হামলা ঠেকাতে এক বিলিয়ন ডলার শেষ যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো

গত ছয় মাসে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ও বাণিজ্যিক জাহাজে ১৩০টিরও বেশি হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র প্রায় এক বিলিয়ন ডলার খরচ করেছে। দেশটির নৌবাহিনীর সেক্রেটারি মঙ্গলবার এমনটি বলেন।

আরও অস্ত্রশস্ত্রের জন্য সম্পূরক জাতীয় নিরাপত্তা প্যাকেজ পাসে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সেক্রেটারি কার্লোস ডেল টোরো মঙ্গলবার আইনপ্রণেতাদের আহ্বান জানান। খবর সিএনএনের।

ডেল টোরো সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটিকে বলেন, গত ছয় মাস ধরে...মার্কিন নৌবাহিনীর ও বাণিজ্যিক জাহাজে ১৩০টি সরাসরি হামলা ঠেকিয়ে দিয়েছি।  

তিনি বলেন, এ ধরনের হামলা ঠেকানোর ক্ষেত্রে যেসব যুদ্ধাস্ত্র প্রয়োজন, তা নৌবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ।

নৌবাহিনীর সেক্রেটারি জানান, এক বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র শেষের দিকে। কিছু ক্ষেত্রে সেগুলো আবার পূরণ করা দরকার। হামলা ঠেকানো চালিয়ে যেতে দুই বিলিয়ন ডলারের বেশি সম্পূরক প্যাকেজ নৌবাহিনী ও সামুদ্রিক  বাহিনীর জন্য প্রয়োজন।  

গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়েছে। বিভিন্ন দেশের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।