ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘ঈশ্বর ছাড়া নির্বাচন থেকে কেউই বিরত রাখতে পারবে না’  

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
‘ঈশ্বর ছাড়া নির্বাচন থেকে কেউই বিরত রাখতে পারবে না’  

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আবারো নির্বাচনে লড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে লড়াই করা থেকে ঈশ্বর ছাড়া তাকে কেউই বিরত রাখতে পারবে না।

 

শুক্রবার (৫ জুলাই) মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

বাইডেন বলেছেন, একমাত্র তিনিই যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে হারাতে পারেন। জরিপে পিছিয়ে থাকার কথা মনে করিয়ে দিয়ে বাইডেনকে তার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এসব জরিপ পুরোপুরি সঠিক নয়।     

নির্বাচন থেকে দাঁড়ানোর চাপের ব্যাপারে বাইডেন বলেন, ঈশ্বর বললেই কেবল নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। মার্কিন কংগ্রেসে থাকা ডেমোক্র্যাট সদস্যেরা তাকে পরবর্তী নির্বাচনে প্রার্থী হিসেবে না চাইলে তিনি সরে দাঁড়াবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপরোক্ত মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকারে বাইডেন ট্রাম্পের বিরুদ্ধে বিতর্ককে হারাকে ‘বাজে ঘটনা’ বলে আখ্যা দিয়ে বলেন, আমি সেদিন স্রেফ ক্লান্ত ছিলাম। আমার জন্য এটি শুধুই একটি বাজে রাত ছিল। তবে আমি ঠিক জানি না কেন এমনটা ঘটেছে।  

তবে তার এই দাবি ডেমোক্রেটিক পার্টির নীতিনির্ধারক বা সমর্থকদের উদ্বেগ মেটাতে খুব একটা সক্ষম হয়েছে বলে মনে হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ