ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

পোলিও টিকাদান কর্মসূচির জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
পোলিও টিকাদান কর্মসূচির জন্য সাময়িক যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

গাজায় শিশুদের পোলিও টিকাদানের জন্য সাময়িক মানবিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এমনটি বলেছে।

খবর বিবিসির।  

পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে রোববার থেকে। গাজাজুড়ে ছয় লাখ ৪০ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডব্লিউএইচওর জ্যেষ্ঠ কর্মকর্তা রিক পিপারকর্ন এমনটি বলেছেন।  

মধ্যাঞ্চল, দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চল- এ তিনটি পর্যায়ে টিকাদান কর্মসূচি সম্পন্ন হবে। প্রতিটি পর্যায়ে স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা তিন দিন যুদ্ধবিরতি থাকবে।

গাজায় গত ২৫ বছরের মধ্যে প্রথম কোনো পোলিও রোগী শনাক্ত হলো। জাতিসংঘের কর্মকর্তারা জানান, ১০ মাস বয়সী এক শিশু পোলিওতে আংশিকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। এরপরই মানবিক যুদ্ধবিরতির ঘোষণা এলো।

মুখে খাওয়ার পোলিও টিকার অন্তত ১২ লাখ ৬০ হাজার ডোজ  গাজায় পৌঁছেছে। আরও চার লাখ ডোজ শিগগিরই গাজায় পৌঁছানোর কথা রয়েছে।  

জাতিসংঘের কর্মীদের সঙ্গে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা মিলে টিকাদান কার্যক্রম পরিচালনা করবেন। দুই হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে টিকাদানের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

ডব্লিউএইচওর লক্ষ্য গাজার ৯০ শতাংশ টিকার আওতায় আনা, যা উপত্যকাটিতে পোলিও ভাইরাস সংক্রমণ বন্ধ করার জন্য প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।