ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা, ৩ পিএফএলপি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
লেবাননে ইসরায়েলি হামলায় এক হামাস নেতা, ৩ পিএফএলপি নেতা নিহত বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলার শিকার একটি ভবন

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বলছে, লেবাননে ইসরায়েলি হামলায় ফাতাহ শেরিফ আবু আল-আমিন নামে তাদের এক নেতা নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননে পরিবারের কয়েক সদস্যের সঙ্গে তিনি নিহত হন।

 

হামাস বলছে, দক্ষিণ লেবাননে আল-বাস শিবিরে নিজ বাড়িতে তাদের ওই নেতা নিহত হন। লেবাননের রাষ্ট্রীয় বার্তাসংস্থা এক প্রতিবেদনে বলছে, দক্ষিণের টায়ার শহরের কাছে একটি শিবিরে বিমান হামলা হয়েছে।

হামাস গাজা-ভিত্তিক সংগঠন হলেও লেবাননে তাদের উপস্থিতি রয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে হামাস গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধে লিপ্ত।  

হামাস ও হিজবুল্লাহ উভয়কেই ইরান সমর্থন দেয়। তাদের অর্থায়নও করে দেশটি।  

এদিকে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) বলছে, বৈরুতে ইসরায়েলি হামলায় তাদের তিন নেতা নিহত হয়েছেন। ইসরায়েল বৈরুতে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

লেবাননে গত দুই সপ্তাহের হামলায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বলছেন, ইসরায়েলের হামলায় ১০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়ে পড়বে।  

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।