ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৪
যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, আমাদের অবশ্যই যুদ্ধবিরতি দরকার। মঙ্গলবার রাতে এক্স হ্যান্ডলে দেওয়া এক বিবৃতিতে এমনটি বলেন তিনি।

 

এর ঠিক আগেই ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় নতুন পারদ যোগ করল এ ঘটনা।

বিবৃতিতে গুতেরেস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তীব্র থেকে তীব্রতর হওয়ার নিন্দা জানাই। এটা বন্ধ করতে হবে। আমাদের একটা যুদ্ধবিরতি দরকার। ’

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এর মধ্যেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান।

হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে মানুষেরা রাস্তায় নেমে উল্লাস করেছে বলে জানিয়েছে আল জাজিরা। ১৯৭৯ সালে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালাল তেহরান।  

এ হামলায় এখন পর্যন্ত ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, ইসরায়েলে সরাসরি হামলা চালানোর জন্য ইরানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।  

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৪
এমএইচবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।